Logo
×

Follow Us

আফ্রিকা

৪০ বছর বয়সে ৪৪ সন্তানের মা, ব্যত্যয় ঘটলে ঘটতো অঘটন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৫:৫৯

৪০ বছর বয়সে ৪৪ সন্তানের মা, ব্যত্যয় ঘটলে ঘটতো অঘটন

ছবিতে সন্তানদের সাথে মরিয়ম নাবাতানজি। ছবি: দ্য সেন্টিন্যাল

মরিয়ম নাবাতানজি। ৪৪ বছর বয়সী আফ্রিকান নারী এই উগান্ডার বাসিন্দা। মাত্র ১২ বছর বয়সেই তার বিয়ে হয়। ১৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। তারপর একে একে ৪৪ সন্তানের মা হন তিনি। প্রথম বাচ্চা জন্মদানের পরই তিনি বুঝতে পারেন তা শারীরিক সমস্যা রয়েছে।

পরে চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি জানান, সন্তান জন্মদান বন্ধ করলেই জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যেতেন এই নারী।

এদিকে, ২০১৬ সালে ৪৪তম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মরিয়মের স্বামী পালিয়ে যান। তারপর থেকে সন্তানদের ভরণপোষণের দায়ভার পড়ে তার একার ঘাড়ে। সেই থেকেই জীবনযুদ্ধে একাই লড়ে যাচ্ছেন এই নারী।

চিকিৎসক তাকে বলেছিলেন, জন্ম নিয়ন্ত্রণের কোনো ঔষধ খেয়ে তিনি উপকার পাবেন না। এমনকি জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিও তার কাজে আসবে না। মরিয়মের ৪৪ সন্তানের মধ্যে ছয় সন্তান মারা গেছে। আর এখন পর্যন্ত ৩৮ বাচ্চা জীবিত রয়েছে। এদের মধ্যে ২০ জন ছেলে ও ১৮ জন মেয়ে সন্তান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫