Logo
×

Follow Us

আফ্রিকা

গণহত্যার জন্য নামিবিয়াকে ক্ষতিপূরণ দেবে জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৫:৪৬

গণহত্যার জন্য নামিবিয়াকে ক্ষতিপূরণ দেবে জার্মানি

প্রতীকী ছবি

ঔপনিবেশিক আমলে নামিবিয়ায় চালানো গণহত্যার দায় স্বীকার করেছে জার্মানি। ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে ১১০ কোটি ইউরো দিতে সম্মত হয়েছে সাবেক শাসক দেশটি।

হিরিরো ও নামা উপজাতির মানুষ ঔপনিবেশিক শাসক জার্মানির বিরুদ্ধে বিদ্রোহ করায় ১৯০৪ থেকে ১৯০৮ সালে নামিবিয়ার কয়েক লাখ নারী, পুরুষ ও শিশুকে কালাহারি মরুভূমিতে গুলি করে হত্যা করে। ঐতিহাসিক এই নৃশংসতার ‘ক্ষত সারাতে’ ২০১৫ সাল থেকে নামিবিয়ার সঙ্গে আলোচনা করছে জার্মানি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক বিবৃতিতে বলেছেন, ‘সহিংসতার শিকার মানুষগুলোর স্মরণে সত্যিকারের সংশোধনের জন্য একটি যৌথ পথ বের করা আমাদের লক্ষ্য ছিল এবং আছে। এর মধ্যে রয়েছে আমাদের আজকের নামিবিয়ায় জার্মান ঔপনিবেশিক যুগের, বিশেষত ১৯০৪ ও ১৯০৮ সালের মধ্যবর্তী অত্যাচার ও নিমর্ম ঘটনাগুলিকে স্মরণ। সেই ঘটনাগুলিকে আজকের পরিপ্রেক্ষিতে আমরা সরকারিভাবে গণহত্যা বলব।’

বৃহস্পতিবার বার্লিনে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে, যৌথ ঘোষণাপত্রের জন্য উভয়পক্ষে ৯ দফা বৈঠক হয়েছে এবং বিদ্যমান সহায়তা প্রকল্পের অতিরিক্ত ১১০ কোটি ইউরো ৩০ বছর মেয়াদে দেয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫