কঙ্গোর কারাগার থেকে পালাতে গিয়ে ১২৯ বন্দির মৃত্যু

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কারাগার থেকে পালানোর সময় ১২৯ বন্দির মৃত্যু হয়েছে। পদদলন, গুলি ও আগুনের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অধিকাংশ বন্দির মৃত্যু হয়েছে পদদলিত হয়ে।

গুলি ও পদদলিত হওয়ার পাশাপাশি কারাগারের প্রশাসনিক ভবন, খাবার ডিপো ও হাসপাতালেও আগুন লেগে যায়। বিশৃঙ্খলায় ৫৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়। খবর ডয়েচে ভেলে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দেড় হাজার ধারণ ক্ষমতার এই কারাগারে বর্তমানে ১২ হাজার জনের বেশি কয়েদি রয়েছে। যাদের অধিকাংশই বিচারের অপেক্ষায়।

রবিবার রাতের এ ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে সরকার। রবিবার দুপুর রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল। অন্য বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

মঙ্গলবার ভোররাতে সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুক জানান, ঘটনার সময় কারাগারটির প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরে গিয়েছিল। ১২৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫৯ জন আহত হয়েছেন।

তিনি বলেন, মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর এই গণপ্রচেষ্টায় বহু প্রাণহানি ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এক কারা কর্মকর্তা জানান, কোনো বন্দি পালাতে পারেননি, যারাই পালানোর চেষ্টা করেছে নিহত হয়েছে। সরকার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করছে।

এর আগেও মাকালা কারাগার থেকে জেল ভাঙার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একটি ধর্মীয় গোষ্ঠী হামলা চালায়। এ সময় কয়েক ডজনকে মুক্তি দেওয়া হয়। সরকার বলেছে যে তারা সর্বশেষ ঘটনার তদন্ত করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh