স্কুলঘরে পুড়ে ছাই হলো ১৭ শিক্ষার্থী

কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য কেনিয়ায় ওই স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কেনিয়ার নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে গতকাল বৃহস্পতিবার মাঝরাতে।

এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে আগুনে ১০ শিক্ষার্থী মারা যায়।

ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে স্কুলটিতে আগুন লাগার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনয়াঙ্গো বলেন, একটি তদন্তকারী দল স্কুলটিতে তাদের কাজ শুরু করেছেন। আর নিহতদের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করা কঠিন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘ভয়াবহ ও বিধ্বংসী’ বর্ণনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোশাল মিডিয়ায় রুটো লিখেছেন. কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

অন্যদিকে কেনিয়া রেডক্রস জানিয়েছে, ছাত্র, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।  

এছাড়া ২০ বছরেরও বেশি সময় আগে কেনিয়ার একটি স্কুলে সবচেয়ে মারাত্মক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টির ওই ঘটনায় কমপক্ষে ৬৭ শিক্ষার্থীর মৃত্যু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //