
প্রতীকী ছবি।
এখন অন্ধকার দেখি, অন্ধকারের অনেক চেহারা হয়
একটার সঙ্গে একটার খুব বেশি মিল নাই
তাপমাত্রা ও গন্ধ দিয়ে
সহজে আলাদা করা যায়
সবচেয়ে কাছের অন্ধকারটা, যেটা থাকে সবচেয়ে দূরে,
কদাচিৎ দেখি- সাবকনশাসের গোপনতম দরজা যখন খুলি
মধ্যরাত্রির মতো সেও এলোমেলো, তবে
এত এত অন্ধকারের ভিড়ে-
আলাদা তাকে চিনতে কখনো ভুল হয় না আমার
হু হু করে সে কাঁদে। কেন কাঁদে? আপন কেউ নাই তার?
অথবা হবে হয়তো আমিই তার একমাত্র অন্ধকার