Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

গ্রিসের জানালা

সমকালীন বিশ্বকবিতা

Icon

মাসুদুজ্জামান অনূদিত

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১৫:২৪

সমকালীন বিশ্বকবিতা

দিমিত্রিস পি. ক্রানিওতিস। ছবি: সংগৃহীত

গ্রিক সভ্যতার কথা আমরা সবাই জানি। আধুনিক সাহিত্যক্ষেত্রেও তাদের অবদান অবিস্মরণীয় হয়ে আছে। ওদেসিয়াস এলিতিস ও গিয়োর্গে সেফেরিস সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। সমকালেও সেই ধারাটি বহমান রয়েছে। এমনই দুজন গ্রিক কবির দুটি করে কবিতার অনুবাদ প্রকাশিত হলো। 

দিমিত্রিস পি. ক্রানিওতিস

বিয়োগ এক

আমাদেরকে ঢেকে দেয়ার জন্য
আমি পৃথিবীকে টেনে নামালাম
শুধু যদি আজ রাতে গায়ে জড়াতে পারি
নিরস্ত্র এবং রক্তহীন শব্দ
যে শব্দগুলোকে আমরা গতকাল বীজ ছিটানোর মতো
থুতুর মতো ছিটিয়েছিলামঃ
কিন্তু আমাকে তাড়াহুড়ো করে উত্তর দেবেন না
অপেক্ষা করেন, এখন আপনারই
উত্তর দেওয়ার সময়
আমি উত্তরের জন্য অপেক্ষা করছি
উত্তরটা আপনার কাছ থেকে আসবে এবং
আমার কাছ থেকেও
বারবার
গতকাল অব্দি
সুনির্দিষ্ট আর অপ্রত্যাশিতভাবে কোথাও পৌঁছানো পর্যন্ত
লিফটের ‘মাইনাস ওয়ানে’ উঠেছি
অনির্দিষ্টকালের মতো বেসমেন্টে নেমে যাচ্ছি
অসহায় লাগছে আর রেগে যাচ্ছি
(আমার কল্পনাপ্রবণ মন থেকে আজ রাতে
কে যে সমস্ত যুক্তিবোধকে চুরি করে নিয়ে গেল?)
কিন্তু আমি আমাদের শরীরগুলো কাদায় মাখামাখি হোক চাই না
চাই না শূন্য হয়ে যাক আমাদের দেহ 
পদ্ম ও পুরাণের শিকড়ে শিকড়ে আগামী দিনটা ভরে উঠুক।


লাল কবিতা

আমি লাল এঁকেছি
আকাশ
ওই দিনগুলোতে আমি নিজেকে হারিয়ে ফেলি
নিজেকে অস্বীকার করি
কারণ ছাড়াই হাসি
এভাবেই আমি বেঁচেছিলাম
আমি লাল এঁকেছি
জল
আমি কান্নায় ডুবে গেছি
আমাকে বাঁচিয়েছি
ভুলে গেছি কী ছিল আমার অপরাধ
আমি নিজেকেই বুঝি ঠকালাম
লাল রঙে আমি
এই কবিতাটা এঁকেছি
শব্দ দিয়ে আমি নিজেকে মুছে ফেললাম
আর আমাকে জীবনের কাছে ফিরিয়ে আনলাম
জীবন আমি রক্তে লিখছি
নিজের ওপর এভাবেই প্রতিশোধ নিলাম

দিমিত্রিস পি. ক্রানিওতিসের জন্ম ১৯৬৬ সালে মধ্য গ্রিসের স্টোমিওতে (লরিসা)। সেখানেই তার বেড়ে ওঠা। তিনি থেসালোনিকির অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছেন। এখন লারিসাতেই তার বসবাস এবং সেখানেই চিকিৎসক হিসেবে কাজ পেশাগতভাবে যুক্ত আছেন। তিনি একজন অভ্যন্তরীণ ওষুধ বিশেষজ্ঞ। এখন পর্যন্ত গ্রিসে ও গ্রিসের বাইরে বিভিন্ন দেশ থেকে তার ১০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি শুধু গ্রিসে নন, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একজন গ্রিক কবি। কবিতার জন্য স্বদেশের প্রায় সব প্রধান পুরস্কার পেয়েছেন। অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কার। এখন অব্দি ২৮টি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য কাব্যসংকলন ও সাময়িকপত্রে তার কবিতা প্রকাশিত হয়েছে। তিনি কলম্বিয়ার আন্তর্জাতিক কবিতা উৎসব মেডিলিনে আমন্ত্রিত হন এবং তাতে অংশগ্রহণ করে কবিতা পড়েছেন। সাহিত্যে অবদানের জন্য ইতালিতে সম্মানিত হয়েছেন। ২০১১ সালে গ্রিসে অনুষ্ঠিত ২২তম বিশ্বকবিতা সম্মেলনে সভাপতিত্ব করেন দিমিত্রিস। ভূমধ্যসাগরীয় কবিতা উৎসবের (ল্যারিসা, গ্রিস) প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি। পেন গ্রিসের শান্তি কমিটির চেয়ারম্যান এবং গ্রিসের 

কাব্য-আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। হেলেনিক লিটারারি সোসাইটি, ন্যাশনাল সোসাইটি অব গ্রিক লিটারারি রাইটারসের প্রতিষ্ঠানের সদস্য। গ্রিক ভাষাভাষী অঞ্চলের একজন জনপ্রিয় কবি তিনি। একথা বললে অত্যুক্তি হবে না যে তিনি কবিতায় নোবেল পুরস্কার পাওয়া ওদেসিয়াস এলিতিস এবং গেয়র্গে সেফেরিসের উত্তরসূরি। সমকালীন গ্রিক কবিতার কণ্ঠস্বর। 

কিছুদিন আগে তিনি বাংলাদেশ থেকে দি আর্চার পত্রিকার দ্বারা আয়োজিত ভার্চুয়াল কবিতা অনুষ্ঠানে এই অনুবাদকের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশের সাহিত্য সম্পর্কে তার কিছুটা ধারণা আছে। ভবিষ্যতে আমন্ত্রণ পেলে বাংলাদেশ সফরের ইচ্ছে আছে তার।   

শান্তি হনড্রোউ-হিল। ছবি: ইন্টারনেট

শান্তি হনড্রোউ-হিল

কবিতার সঙ্গে বসবাস

কবিরা তাদের কবিতার মধ্যে
বেঁচে থাকেন।
তাদের জন্মও হয় কবিতার মধ্যে
তারা সেখানে বড় হয়
শব্দের দ্বারাই তাদের বেড়ে ওঠা
শূন্যস্থানে তারা শ্বাস নেয়
বিরাম চিহ্নের উপর বিশ্রাম নেয়
এমনকি যখন তারা চলে যায়
তারা প্রতিটি সাদা টুকরো পৃষ্ঠার মধ্যে থেকে যান
প্রতিটি পেন্সিলের প্রান্তে
আর বিশ্বের প্রতিটি ভাষার অসীম সম্ভাবনার মধ্যে
প্রকাশিত থাকেন

অপ্রত্যাশিত সংগ্রহ

(আমার প্রতিভাবান সুন্দরী কন্যা আনাকে উৎসর্গ করছি)

আমি সূর্য, পর্বত সমুদ্র ও
মহাবিশ্ব থেকে

তোমার জন্য যে যৌতুক আমাকে দিতে হবে
সেটা সংগ্রহ করেছি।
নক্ষত্রেরা যাতে তোমার উজ্জ্বল ভবিষ্যতের কথা লিখে দেয়
সেজন্য আমি রাত্রির সঙ্গে কথা বলেছি।
নীরবে বসে আমি ফুলের শব্দ শুনতে থাকলাম
দেখলাম পাখিদের রঙ
তোমার জীবন যাতে বহুবর্ণিল আর সুন্দর হয়ে ওঠে
কিন্তু যখন আমি তোমার শরীরের সূক্ষ্ন সূক্ষ্ন কম্পমান
হৃদস্পন্দনের শব্দ শুনতে পেলাম
আমার জীবন গান, রঙ আর আলোয় ভরে উঠলো।

শান্তি হনড্রোউ-হিল সমকালের একজন প্রখ্যাত গ্রিক কবি ও সংগঠক। জার্মান সাহিত্য ও ভাষাতত্ত¡ নিয়ে জার্মানির স্টুটগার্ডের হোহেনহেইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি। অসংখ্য আন্তর্জাতিক কাব্য-সংকলনে তার কবিতা প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক কবি ও কবিতা সংগঠনের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে তিনি ঢাকা থেকে আয়োজিত একটি পত্রিকার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের পাঠকদের কবিতা শুনিয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫