
প্রতীকী ছবি।
ক্রন্দন ও দুঃখ থেকে দূরে তুমি একা বসে আছ পালিত পুত্র
বিষে আরো বেশি নীলাভ হয়ে যাচ্ছে আমাদের জিভ
আমাদের ব্যক্তিগত ছায়া, আমাদের মৃত্যু
অজস্র ঢেউ এসে তোমার গায়ে লেগে থাকে
সমুদ্র থেকে মধ্যাহ্ণে
তোমার মুদে যাওয়া চোখে সামুদ্রিক রোদ
করতলে অচেনা লিপি পাঠে তুমি আরো বেশি
অবতার হয়ে ওঠো ঈশ্বরজাত-
পাপ ও ক্রন্দনের থেকে দূরে বসে
শূন্যের ভেতর অসংখ্য মহান।