Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

যীশুর করতল

Icon

রঞ্জন শুভ্র

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১২:৫৩

যীশুর করতল

প্রতীকী ছবি।

ক্রন্দন ও দুঃখ থেকে দূরে তুমি একা বসে আছ পালিত পুত্র

বিষে আরো বেশি নীলাভ হয়ে যাচ্ছে আমাদের জিভ

আমাদের ব্যক্তিগত ছায়া, আমাদের মৃত্যু

অজস্র ঢেউ এসে তোমার গায়ে লেগে থাকে

সমুদ্র থেকে মধ্যাহ্ণে


তোমার মুদে যাওয়া চোখে সামুদ্রিক রোদ

করতলে অচেনা লিপি পাঠে তুমি আরো বেশি 

অবতার হয়ে ওঠো ঈশ্বরজাত-

পাপ ও ক্রন্দনের থেকে দূরে বসে

শূন্যের ভেতর অসংখ্য মহান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫