
কবিতা। প্রতীকী ছবি
তুমি বলেছিলে আমরা দুজনে-
এক ধ্যানবিন্দু
এক আত্মা
আমি মরে গেলে তুমিও বাঁচবে না!
ঐশ্বরিক লীলা বোঝা বড় দায়
বুঝিওনি- এভাবে মরে যাবে তুমি!
এরপর
তোমার সকল তীব্রতা দাহ করছে আমার ভেতর
সেই থেকে লোকে-
আমাকে তোমার নাম ধরে ডাকে...
কবিতা। প্রতীকী ছবি