
প্রতীকী ছবি
আয়ুষ্কাল ছাড়িয়ে গিয়ে উড়তে গেছে সারস
আবার- আকাশ সীমা লঙ্ঘনের দায় নিতেও রাজি
জানা যায়নি কোথায় পেলো এমন দুঃসাহস
নাকি- এও হবে নতুন কোন তত্ত্বীয় কারসাজি!
আর, আমি বসুন্ধরা থেকে গ্রিন রোডে আসতে গিয়েই হাঁপাই
ভুলে গেছি আমারও ছিল ঝালর দেওয়া ডানা
শুধু- আবছা দেখতে পেতাম একজোড়া কৈতর
নিকটতম দূরত্বে দেখেছি মটরদানা
কঁকিয়ে উঠে হতে চাইত শুধুই নৈশর
এসব স্নিগ্ধ বিড়ম্বনা থেকে মুক্তি নিতে আমি এখন হাফ-আখড়াই গাই
সাধ্য নাই, সাধ রয়েছে যুদ্ধে যাব ফের
মধ্যমণি যদিও তুমি হারানো প্রাচ্যের!