Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বরিশাল

Icon

বায়েজিদ বোস্তামী

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১৪:৪৯

বরিশাল

প্রতীকী ছবি

এই পৃথিবীতে এখনো আছে বরিশাল

তথায় গৌরনদীর আকাশে মেঘ জড়ো হয়
প্রায়-আষাঢ়ের ভর দুপুরে

গাভীন মোষেদের মতো সেইসব মেঘেদের
উড়ায়ে নেয় হাওয়া-রাখাল

উড়ে উড়ে মেঘপাল 
বরিশাল টাউন পার হয়ে 
বাকেরগঞ্জের দিকে ধায়

উড়তে উড়তে অবশেষে বাকেরগঞ্জ পৌঁছলে
বৃষ্টি পড়তে আরম্ভ করে তুলাতলী নদীবক্ষে

আড়িয়াল খাঁ সন্ধ্যা সুগন্ধা কীর্তনখোলা পায়রা
কচা বলেশ্বর আন্ধারমানিক-বরিশাল জুড়ে থাকা 
সব নদীবক্ষে একযোগে বৃষ্টি পড়ে 

মেলে জলের সাথে জল
নাচে বৃষ্টি-মাতাল ইঁচামাছের ঝাঁক

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫