-64af969f2a0a5.jpg)
প্রতীকী ছবি
বাড়ির সামনেই বিশাল কান্দা
নাম পূবের কান্দা।
এরও পূবে বিসনাই গাঙ, লালচান্দের বাজার, গুদারা ঘাট।
এখন ভরা এই বাইষ্যায় পূবের কান্দায় তাকালে
মনে হয় এটা সাগর,
জলের হাশরের ময়দান!
গাঙের পাড় উপচে ঢলের জলে
সব একাকার।
বাড়ি যাই না ম্যালাদিন
কেবল কল্পনায় দেখি ভরা বাইষ্যার এই সিলসিলা,
সারা গাঁও জুড়ে তার তালুকদারি।
শেষরাতে কারো কপালের টিপের মতন চাঁদ
আল্লোরা দেয় পূবের কান্দায় জলের জমিনে
বাতাসে ভেসে আসে আতরের মতো
বাইষ্যা মাসের গুইলা জলের ঘ্রাণ।