Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

রওশন রুবীর দুটি কবিতা

Icon

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:২৩

রওশন রুবীর দুটি কবিতা

প্রতীকী ছবি।

একটা কবিতা আমাকে দিও ঈশ্বর

একটা ভালো কবিতার জন্য অপেক্ষা করতে করতে
বুকের ভেতরের টলটলে দীঘিটা শুষ্ক হয়ে যায়
এতটুকুন মিঠে হাওয়ার জন্য ট্রেন ধরে ছুটে যাই
কখনও পাহাড় খুলে দেয় দরজা
মগ্নতার বৈয়াম খুলে 
অলস দুপুর বলে- পুড়েছি অনেক,
আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যাই
কী এক ঘোরে যাপন করি সময়
অথচ 
যেখানেই গিয়েছি মানুষ তিরস্কার করেছে
তিরস্কার করে একবারও ভাবেনি-
দুঃখ পেলে কেউ কেউ জমে যায়
জমে যেতে যেতে আড়ালে চলে যায়
আর খোঁজে বিস্ময় ভাঙা কাব্য

একটা ভালো কবিতার জন্য হাতে নিয়েছি 
প্রজন্মের শিল্পিত কারু
ক্যানভাসময় তুলির আঁচড়ে এঁকেছি বেশুমার অবহেলা
খুব ফাঁকা সময়ের কোলে মাথা রেখে ভেবেছি-
নিঃসঙ্গতা বলে কিছু নেই; যা আছে সবটুকু নিজস্বতা 
বাকি যা সব মিথ্যের বুকে গেঁথে থাকা সরল আয়না।

একটা কবিতা আমাকে দিও ঈশ্বর
যার জমিন চষে তুলে আনব আগত দিনের সম্ভার।


বৃষ্টিচুমুর গন্ধ শুঁকে জানাও বিদায়

আমার চলে যাওয়ায়
একটা দীর্ঘশ্বাস পড়বে না যে বৃক্ষের 
তাদেরকে ছুঁতে চেয়ে গমনকাল বিষণ্ণ
যে নির্মোহ গজিয়ে উঠবেন
কিছুকাল পরেই সে অন্যের বনসাই
তাকে যত্ন নিতে নিতে কখনোই
সময়ের কশাঘাতে ক্লিষ্ট ইতিহাস বলিনি
অগ্রসর গতিকে বলিনি- থামো! জেনে নাও-
একজন মানুষ আজও পারদ গিলে

কেন বারংবার ঘুরে দাঁড়ায়
কেন ঠেলে সরায় মিথ্যে আয়না
কেন ইরেজারে মুছে ফেলে ভণ্ড রোদ

আহ্ আয়না
বৃষ্টিচুমুর গন্ধ শুঁকে জানাও বিদায়,
এক যোদ্ধা ঘোর অপেক্ষায়...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫