
প্রতীকী ছবি
আমি অন্ধকারে জেগে উঠি
যাতে ভোরের সৌন্দর্য অনুধাবন করতে পারি
কৃতজ্ঞ থাকি দিনের আনন্দের কাছে
রাতে যখন ঘুমাতে পারি না
তখন কবিতা শুনি, কবিতার
জাদুমন্ত্র আমাকে সম্মোহিত করুক
ঘুরে বেড়াই শীতল নির্জনে
যাতে বাড়ির উত্তাপে আক্রান্ত হই
উদযাপন করতে পারি বন্ধুদের উষ্ণতা
আর যখন প্রান্তরে হারিয়ে যাই
আমি লোকগান গাই, নাচি
প্রকৃতি যেভাবে দোলা দেয়
রোদ গায়ে মেখে চলি আমি
যাতে সময়ের পরিক্রমায় সুসংহত হতে পারি
আর ভুলে যাই মহাকাশের বিশাল নীরবতা
দিনের বেলা, যখন আমি ঘুম থেকে উঠতে পারি না
আমি বিপ্লবীদের কান্নার জন্য সমাবেশ করি
আর নিজেকে ঝেড়ে ফেলি রুটিনের কোমা থেকে
জ্বরের আবেগে আমি কাঁপি
যাতে শান্ত নিস্তব্ধতার জন্য ব্যাকুল হতে পারি
এবং মনের শূন্যতাকে মূল্য দিই
বসন্তে, যখন আমি বিশ্রাম নিতে পারি না
তখন ফুলের রহস্য সংগ্রহ করি
শরতের গুঞ্জনে দীর্ঘশ্বাস স্বপ্ন দেখি
আমি অন্ধকারে জেগে উঠি
যাতে জাগরণের চুম্বন জানতে পারি
এ যে বেঁচে থাকার উপহার, আমি তাকে প্রশংসা করি।
ভাষান্তর : দিলারা রিঙকি