
প্রতীকী ছবি
আষাঢ়ে পূর্ণিমায় জোনাই ঘুমোয়,
চাঁদ মেঘের আবেয়া জড়িয়ে নাক ডাকে।
বৃষ্টির গুবগুব জলে গা ধুয়ে,
মাটির গর্ভধারণের আয়োজন।
রাতভর প্রকৃতির সঙ্গে প্রেম প্রেম খেলায় মেতেছে।
আমনের বীজ সারা অঙ্গে বিছিয়েছে।
সোনা সোনা ফুটফুটে শিশু মুখ,
গেরস্ত কৃষকের চকচকে খুশি চোখ।
পাড়া ঘুমায়,পাখির ডানা ঝড়জল আগলায়,
আন্ধারে নবকিশোলয় যেনো ঋতুবতী নারীর আলয়।