Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আষাঢ়ে পূর্ণিমা

Icon

কলি বড়াল

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩

আষাঢ়ে পূর্ণিমা

প্রতীকী ছবি

আষাঢ়ে পূর্ণিমায় জোনাই ঘুমোয়,
চাঁদ মেঘের আবেয়া জড়িয়ে নাক ডাকে।

বৃষ্টির গুবগুব জলে গা ধুয়ে, 
মাটির গর্ভধারণের আয়োজন।
রাতভর প্রকৃতির সঙ্গে প্রেম প্রেম খেলায় মেতেছে।
আমনের বীজ সারা অঙ্গে বিছিয়েছে।
সোনা সোনা ফুটফুটে শিশু মুখ,
গেরস্ত কৃষকের চকচকে খুশি চোখ।
পাড়া ঘুমায়,পাখির ডানা ঝড়জল আগলায়, 
আন্ধারে নবকিশোলয় যেনো ঋতুবতী নারীর আলয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫