Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ধরণীর আর্তনাদ

Icon

নকুল শর্ম্মা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১১:১১

ধরণীর আর্তনাদ

প্রতীকী ছবি (সাম্প্রতিক দেশকাল)।

ধূপছায়া আকাশে নক্ষত্রের নীরবতা
বহতা বেদনার নদীতে সপ্তর্ষির উদোম স্নান,
পথভ্রষ্ট গ্রহের অসীম সাগরে ডুবসাঁতার-
হৃদয়ের লোহিত সরোবরে নীল কমলের অকাল মৃত্যু
ধূসর গল্পরা বিদ্রুপে করে উপহাস।

আত্মহননের ব্যর্থতায় উন্মত্ত কালবেলার ক্রন্দন
অমৃত সাগর মন্থনে মান্দার পর্বতের অট্টহাসি,
গরলের বিষবাষ্পে লক্ষ্মীছাড়া ধরণীর আর্তনাদ-
দেব দানবের মিথ্যে আস্ফালনের অগ্নিশিখা
গোধূলির জলরং নিঃশব্দে এঁকে চলে ব্যর্থতার জলছবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫