Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শরতের পদাবলি

Icon

আব্দুল্লাহ নাজিম আল-মামুন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১১:৩৭

শরতের পদাবলি

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

আকাশে টুকরো টুকরো মেঘ হয়ে
দখিনা হাওয়ায় 
শিউলিফুলের গ্রাণে গ্রাণে
পরম মুগ্ধতায়
কিশোরী ছুটে আসে
শরতের পদাবলিতে-
দীর্ঘ জীবন নিয়ে, সুখে স্বাচ্ছন্দ্যে
পরমানন্দে বাঁচবে বলে। 
কিশোরীর সুন্দর মুখাবয়ব দেখে
হৃদয়ের ফুলবনে
হাসনাহেনা ফুল ফুটে ওঠে
প্রাণপদ্ম দুলে ওঠে 
সুন্দর মনে-
প্রেম নিবেদনের তাগিদে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫