Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ধানফুল

Icon

রফিকুল নাজিম

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৭

ধানফুল

ছবি: সাম্প্রতিক দেশকাল

হঠাৎ এক ভোরে ধানফুলগুলো ফোটে
ঋতুবতী ধানফুল বাতাসের চুম্বন চায়
সোহাগ পেলে খুলে দেয় জরায়ু-মুখ
কার্যত পোয়াতি হয়।
সবুজ পাতার সংসারে তখন আগুন আগুন খেলা 
বাতাসের সঙ্গমে পুড়ে যায় সবুজ ধানখেত।
আনত শীষেও একদিন সোনা রঙ লাগে
কৃষাণীর নাকের সলাজ নথ দুলে রাতভর,
তারপর উদোম উঠোনে শিশুর মতো হামাগুড়ি খায় 
রাশি রাশি সোনার ধান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫