
ছবি: সাম্প্রতিক দেশকাল
হঠাৎ এক ভোরে ধানফুলগুলো ফোটে
ঋতুবতী ধানফুল বাতাসের চুম্বন চায়
সোহাগ পেলে খুলে দেয় জরায়ু-মুখ
কার্যত পোয়াতি হয়।
সবুজ পাতার সংসারে তখন আগুন আগুন খেলা
বাতাসের সঙ্গমে পুড়ে যায় সবুজ ধানখেত।
আনত শীষেও একদিন সোনা রঙ লাগে
কৃষাণীর নাকের সলাজ নথ দুলে রাতভর,
তারপর উদোম উঠোনে শিশুর মতো হামাগুড়ি খায়
রাশি রাশি সোনার ধান।