
প্রতীকী ছবি
পরিবর্তনের খেলায় নতুন অধ্যায়ের সূচনা
পা ঠেকেছে জীবন পাটাতনের শেষ কিনারায়,
নীরব দহনের নিষ্ঠুর পুনরাবৃত্তি হৃদয় জমিনে।
পারের ঠিকানা অস্পষ্ট, তবু যেতেই হবে
অজানা ইশারার ব্যাকুল সম্মোহনী ইঙ্গিত,
বয়ে নিয়ে চলে হৃদপিণ্ডের গহীনে।
কায়ার বাঁধন ছিন্ন করে ঝড়ের কষাঘাত
মনের রাজ্যপাটের উলঙ্গ দশা,
অচেনা অদৃশ্য বৃত্তের কুহক কোঠরে যায় হারিয়ে--
তবুও অক্লেশে করি নির্জনতার আনন্দ সুধা পান।