Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

মনের মতন ঘর

Icon

ইলোরা শারমিন রাজ্জাক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১৫:৪৬

মনের মতন ঘর

প্রতীকী ছবি

একান্ত আপন অনুভূতির এপাশে বলতে গেলে, 
ভালোবাসা স্বর্গ মর্ত্যরে পার্থক্য বুঝতে দেয় না,
দেয় না বুকের বাঁপাশে সীমাহীন ব্যর্থতার কথা বলতে,

আশেপাশে ঘিরে থাকে সবুজ ঘন গভীর মন,
যার নাম হৃদয় তার আনাগোনায় থাকে আস্ত সুখের পরিচয়, 
ব্যতিব্যস্ত এই মনকে ঘিরে, ছোট্ট পরিসরে জানিয়ে দেয়, 
তারও রক্ষণাবেক্ষণ লাগে,
লাগে সতেজ সুস্থ থাকার উপকরণ।
যার পাশে দাঁড়ালে, ছুঁয়ে দিলে, 
চোখ বন্ধ করে নাম ধরে ডাকলে,
উষ্কখুষ্ক এলোমেলো ছন্নছাড়া একটা জীবন
যেন একটা ঘর পেয়ে যায় মনের মতন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫