Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

নিঃশব্দ রাতের কান্না

Icon

তুহীন বিশ্বাস

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩৩

নিঃশব্দ রাতের কান্না

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

নিস্তব্ধ নিস্তেজ বিদঘুটে রাতের কান্না-
কষ্ট প্রহরের উপাখ্যান নির্মম, নিষ্ঠুর
অভিমানী মানুষদের নিঃশব্দ যন্ত্রণা;
অবশেষে... 
নোনাজলে আঁকা জীবনের মানচিত্র।

লজ্জা আটকে গেছে চৌরাস্তার মোড়ে-
নির্বিকার অন্ত্যজ নির্বিঘ্নে বেচে সম্মান
মানুষ-অমানুষের যুদ্ধে পরাস্ত বিবেক;
অতঃপর...
কলঙ্কিত সমাজের নিষ্ফল ক্রন্দন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫