Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ছোটকাগজ মুনাজেরা

Icon

কায়েস সৈয়দ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১১:৫৮

ছোটকাগজ মুনাজেরা

ছোটকাগজ মুনাজেরার প্রচ্ছদ।

প্রকৃতির কাছ থেকে মানুষ যত দূরে সরে গিয়েছে, প্রকৃতিও তাকে নানাভাবে পৃথিবী থেকে উগড়ে দিয়েছে। প্রকৃতির কাছে বারবার ফিরে আসা তাই মানুষের সবসময়ের চেষ্টা। প্রকৃতি মানেই সবুজ। পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙ। সবুজ মানে স্বস্তি। চোখের প্রশান্তি হয়ে সারা গায়ে সবুজ মেখে নিজস্ব ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি মাথায় নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে প্রকৃতিকন্যা সিলেট। যার বুকজুড়ে বয়ে গেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওরসহ ছোটো-বড় অসংখ্য হাওর। রয়েছে হাওরের মানুষের সরল হাসি, ধানক্ষেত, নির্মল সুখ, বর্ষা, লগি-বৈঠা, নৌকাবাইচ, আনন্দ আর গান। রয়েছে টিনের চালা, অতিবৃষ্টি, হঠাৎ বন্যা আর চোখের জল। রয়েছে হযরত শাহজালাল ও শ্রীচৈতন্যের প্রভাবের ফসল শত সহস্র মরমি গান। রয়েছে নারী দ্বারা পরিচালিত পৃথিবীর প্রথম সাম্রাজ্যের ঐতিহ্য। যেমন রয়েছে উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা-বাগানের গর্ব, তেমনি রয়েছে চা-বাগানিদের শত শত বছরের আর্তনাদ ও ‘নিজ মুল্লুকে ফিরে চলো’ আন্দোলনের মতো করুণ ইতিহাস।

এই গানের দেশ হাওরের দেশ আর সবুজের দেশ সিলেট থেকে প্রকাশিত হয়েছে কবি মোস্তাক আহমাদ দীন সম্পাদিত ‘মুনাজেরা’ পত্রিকার ষষ্ঠ সংখ্যা। মুনাজেরা শব্দটি এসেছে আরবি শব্দ মুনাজের থেকে। যার অর্থ কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যকার চলা বিতর্ক। মুনাজেরা বলতে বোঝায় কোনো বিষয় নিয়ে মনের জেরা, তর্ক-বিতর্ক, ভাবনা তথা চিন্তা। ২০০৮ সালের এপ্রিলে প্রকাশিত হয় মুনাজেরা প্রথম সংখ্যা। ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত হয় মোট ৫টি সংখ্যা। প্রায় ১৫ বছর পর প্রকাশিত হলো এর ষষ্ঠ সংখ্যা। এ সংখ্যায় রয়েছে কবিতা ও কবিতার মুহূর্ত নিয়ে লেখা নানা কথা। রয়েছে সাক্ষাৎকার, লেখকের কথা ও ভাষান্তরিত দর্শনের কথা। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ ও অসীম কুমার দাসের ‘তোমার চুম্বনে রক্তে সংবর্ত সুধায়’ কবিতাকে কেন্দ্র করে নিবন্ধে আবর্তিত হয়েছেন যথাক্রমে প্রশান্ত মৃধা ও শহীদ ইকবাল।

কবিতা আর সেই কবিতা লেখার মুহূর্ত তথা প্রেক্ষাপট নিয়ে লিখেছেন কবি মোহাম্মদ সাদিক, হাফিজ রশিদ খান, ফেরদৌস নাহার ও সরকার মাসুদ। কথাশিল্পী শেখ লুৎফর তুলে ধরেছেন কুদ্দুস বাউলের সাথে হওয়া তার কথোপকথন। রয়েছে মহসিন রাহুল, মুহম্মদ ইমদাদ, এমদাদ রহমান ও কায়েস সৈয়দ এর ভাষান্তর। গানের কথা, লেখকের কথা ও কবিতার কথা নিয়ে লিখেছেন সুমনকুমার দাশ, ওয়াহিদ রোকন, আজিজুল হক, মোশতাক আহমদ, ফজলুর রহমান বাবুলসহ আরো আনেকে। মুনাজেরার প্রচ্ছদ ও নামলিপি করেছেন মহসিন রাহুল। মুনাজেরার বিক্রয় মূল্য ধরা হয়েছে ১২৫ টাকা। সমৃদ্ধ লেখায় ভরপুর, সুন্দর ও পরিচ্ছন্ন এই পত্রিকাটি পাওয়া যাবে সিলেটসহ বাতিঘরের সকল আউটলেটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫