Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বসন্তে দেখা

Icon

রাহুল পুরকায়স্থ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

বসন্তে দেখা

ছবি: সাম্প্রতিক দেশকাল

সাদা জল, কালো জল, লাল জল, ফিকে
আস্তিক, নাস্তিক জল জলে সাঁতরায়,
বোবা, অন্ধ মানুষেরা ওড়ে চারদিকে,

এমন রাতেও কেউ আনবাড়ি যায়,
আনবাড়ি, মানবাড়ি, স্নানবাড়ি সব
সুতোর উপরে দোলে আগুনের ক্ষেতে,
শরীর-বিভঙ্গে কারা করে কলরব
থমকে দাঁড়িয়ে পড়ি পথে যেতে যেতে

সূর্যাস্তের পারে শুনি ঝিঁঝিরাও গায়,
রাত্রিচক্রযানে আজ ঘুরে ঘুরে যাই,
কৃষকের মৃতদেহ পাত পেরে খাই,
কলহে মৃদঙ্গ বাজে, বল কার দায়!
অক্ষরে অক্ষরে ঘোরে মিথ্যা বর্ণ যত,
অন্নের হাঁড়িতে রক্ত, কবিতার ক্ষত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫