
প্রতীকী ছবি
অভাবিত অভাবে চাঁদ জেগে থাকে,
হতোদ্যম কিছু ঘুম দূর হতে দেখে।
বিষাদি প্রাসাদের হিমায়িত বাঁকে,
শ্রান্ত রাতেরা বলিরেখা আঁকে।
দায়বদ্ধতা মানে শ্বাসরোধী স্নায়ু,
কারাগারে ক্ষয়ে যায় প্রেরণার আয়ু।
নিশ্চুপ জানালায় নিশাচর পাখি,
নিষ্প্রাণ পর্দায় নেশাতুর আঁখি ।
মালাতে গাঁথা ফুল নীরবে শুকায়,
নিষ্প্রভ সব আগুন নিমিষে ফুরায়।
নিশ্চিন্ত হাসিগুলো ছবিতে লুকায়,
ভাঙা ফ্রেম থেকে যেন পালিয়ে বেড়ায়।
অবিরাম ছুটে চলা আগামীর আশায়,
জীবনের আহ্বান এভাবেই হারায়।