Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

স্থানশূন্য

Icon

মাসুম মুনাওয়ার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৮

স্থানশূন্য

প্রতীকী ছবি।

মথুরা বনে গাভিনীর গায়ে শেষরাতে নেমে আসলো জ্বর। 
পরদিন সকালে দেখা গেলো জলগোটা। মা দেখে আঁতকে 
উঠলেন। বাবা দৌড়ে গেলেন কবিরাজ ডাকতে। প্রেমিক 
গেলেন জল আনতে। গাভিনীর নিদ গেল। গেল যৌবন। 
চোখ থেকে বেরিয়ে এলো শৈত্যপ্রবাহ। পাড়া জুড়ে 
নামলো ওমের সকাল। তবুও মানুষগুলো দৌড়ায় চলন্ত 
ট্রেনের দিকে, যেখানে অবশিষ্ট নেই বসার স্থান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫