
প্রতীকী ছবি
ওরা একদিন এসেছিল
তখন পৃথিবীর নিদারুণ কাল,
পথে পথে কুকুরের গা ঘেঁষে শুধু
মানুষের গোঙানির আওয়াজ।
ভালোবেসে ছিল আত্মভোলা শীত পাখিদের মতো,
ওদের ভালোবাসায় প্রথম সকাল হতো ঘাস আর শিশির
প্রেমে।
মানুষের আদিমতম হিংস্র খেলায়
একদিন মাটি হয়ে বৃক্ষের বংশ বিস্তারে এক জমিন।
একদিন ফুল হলো প্রতিটি বৃক্ষ শাখায়
হেসে কথা হলো পৃথিবীর সাথে।
গত জন্মের অনাকাঙ্ক্ষিত বেদনা বিচ্ছেদের
তুমুল শোধ নিলো পৃথিবীর প্রতিটি স্তরে,
ওদের ভালোবাসা এখন মানুষের পাঁজরে।
তারপর দূর নক্ষত্রে ওদের মিলন রেখা টেনে
মহারথে ফিরে এলো তোমার -আমার শত ক্ষত পেরিয়ে
আমাদের ছোট্ট বুকে শীতল শান্তির বার্তা নিয়ে।
আমরাও ভালোবাসা ছড়ালাম উত্তপ্ত পৃথিবীতে বরফ নদী হয়ে।
আমাদের আর দুঃসময়ের দুঃখগুলো নেই বলে,
ওদেরই মতো মিলন রেখা টেনে
আবার আসি ফিরে ভিন্নরূপে শঙ্খচিল খেলা করে
যে পৃথিবীর বুকে।