
প্রতীকী ছবি
এই শহরে তুমি মেঘ দ্যাখোনি
দেখেছো মেঘের মিমিক্রি।
জিন্দা লাশের জীবনে
তুমি তো মনে মনে
পোকা হয়ে বেঁচে বেড়াও
দূর কোনো কাফকার কবরে।
তবু বাতিল বেহাগ জীবনে
তোমার দিকে
কে যেন বাড়িয়ে দিল
কফির কাপ!
তখন তুমিই কি শুনলে
ভীমপলশ্রী রাগ?
প্রতীকী ছবি
এই শহরে তুমি মেঘ দ্যাখোনি
দেখেছো মেঘের মিমিক্রি।
জিন্দা লাশের জীবনে
তুমি তো মনে মনে
পোকা হয়ে বেঁচে বেড়াও
দূর কোনো কাফকার কবরে।
তবু বাতিল বেহাগ জীবনে
তোমার দিকে
কে যেন বাড়িয়ে দিল
কফির কাপ!
তখন তুমিই কি শুনলে
ভীমপলশ্রী রাগ?