Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

নতজানু

Icon

শওকত হোসেন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৫

নতজানু

প্রতীকী ছবি

তোমার শরীরের কাছে নতজানু হই 
শিশুর মতোন, যেন সেজদায় পড়ি ভোরবেলা।
শুধু সুন্দরের ঋণ স্বীকার করে নিতে

আজও আসি তোমার কাছে-
প্রতিটি চারুনখে যদি ভালোবাসার চুমু এঁকে দিই
পায়ের তলা স্পর্শ করি গালে,
কীভাবে নেবে আমারে? এই পুজো তোমারে নয়
এ যে ধর্ম আমার, এ যে কাঁচামাটির ঘর লেপার মতোন
পবিত্র দহন ব্রহ্মাণ্ডের!
নিতম্বে নেই ঠাঁই, আমি যা বলি আমি আসলেই তাই।
সবিশেষ কম্পমান তোমার ঠোঁটের মাঝে
সহজে ধরো-
বেলফুলের ঘ্রাণে তীর সঙ্গমে তারে
উঠন্ত স্তনের পাশে কবর দিও গো!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫