
প্রতীকী ছবি
তোমার শরীরের কাছে নতজানু হই
শিশুর মতোন, যেন সেজদায় পড়ি ভোরবেলা।
শুধু সুন্দরের ঋণ স্বীকার করে নিতে
আজও আসি তোমার কাছে-
প্রতিটি চারুনখে যদি ভালোবাসার চুমু এঁকে দিই
পায়ের তলা স্পর্শ করি গালে,
কীভাবে নেবে আমারে? এই পুজো তোমারে নয়
এ যে ধর্ম আমার, এ যে কাঁচামাটির ঘর লেপার মতোন
পবিত্র দহন ব্রহ্মাণ্ডের!
নিতম্বে নেই ঠাঁই, আমি যা বলি আমি আসলেই তাই।
সবিশেষ কম্পমান তোমার ঠোঁটের মাঝে
সহজে ধরো-
বেলফুলের ঘ্রাণে তীর সঙ্গমে তারে
উঠন্ত স্তনের পাশে কবর দিও গো!