
প্রতীকী ছবি
ভাষারা চোখের পলকে ঠিক আছে
যদি জানতে, এমন অস্থায়ী শীতে
তোমাকে প্রয়োজন এবং তোমারও প্রয়োজন
আমাকে।
তাহলে শিশিরের ছদ্মবেশ ধরে
আমি ছুটে যেতাম তোমার জানালায়
তুমি সবুজ ঘাসের মতো ভিজতে থাকতে।
প্রতীকী ছবি
ভাষারা চোখের পলকে ঠিক আছে
যদি জানতে, এমন অস্থায়ী শীতে
তোমাকে প্রয়োজন এবং তোমারও প্রয়োজন
আমাকে।
তাহলে শিশিরের ছদ্মবেশ ধরে
আমি ছুটে যেতাম তোমার জানালায়
তুমি সবুজ ঘাসের মতো ভিজতে থাকতে।