Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অপেক্ষা

Icon

নিজাম বিশ্বাস

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৬

অপেক্ষা

প্রতীকী ছবি

এমনটা হোক সকালবেলা
খুব সকালে
কলিংবেল টিপে কেউ 
ঘুম ভাঙালে,
কোন শালা ঘুম ভাঙালি
তোরে আজ করব গুলি
এই ভেবে রাগি চোখে
দরজা খুলে
তোমায় দেখে জড়িয়ে নেব
বুকের মাঝে,
হাত সরিয়ে বলবে এখন
কয়টা বাজে!

ইদানীং স্বপ্নে দেখি 
তুমি আমার বুকের মাঝে
কী জানি কী ভেবে ভেবে
মরছো লাজে

এমনটা হোক একলা নদী
খুব একলা
ছলো ছলো ঢেউ বয়ে যায়
বিকেলবেলা,
গহিন জলের একটা মাছে
ঘাই মেরে যায় হঠাৎ এসে—
মাছরাঙাটা বসে থেকে
উড়েই গেছে
ঢেউয়ে ঢেউয়ে ভেসে গেছে
নীলচে পালক,
নদীর জলে শেষ বিকেলে
রোদের ঝলক!

এমনটা হোক রাত নিশিতে
 খুব নিশিতে
থরো থরো কাঁপছ তুমি
মাঘের শীতে,
আমি এক চাদর হয়ে 
জড়িয়ে যাব তোমার গায়ে
জোছনা হয়ে সিঁথি ছুঁয়ে
নামব পায়ে—
ঠোঁট সরিয়ে বলবে তুমি
হচ্ছে দেরি,
কেমনে বলো ভাঙবে আমার
চুমোর বেড়ি!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫