Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

রাজপথ

Icon

বঙ্গ রাখাল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১৭:১২

রাজপথ

রাজপথ। ছবি: সংগৃহীত

ক্লান্ত শরীর তোমার পাশে রেখে ঘুমিয়ে পড়ি- গহীন রাত ঘুমিয়ে গেলে

ভাষা ওঠে জেগে... কবিতার ভাষা বুকের জমিনে ধড়ফড়িয়ে ওঠে আর


সেখানে রাখালের কিছু স্মৃতির বিহ্বলতা বেয়ে কবে জানি ভাষা এসেছে

নেবে- এই বাংলায়... বাঁশরী এক অন্ধ যাজকের ভাষা কাঁদিয়ে দেয়

বধিরবালিকা মন।


আমার কাছে প্রিয় দাদুর ভাষা- একরত্তি স্বর্ণালংকার কিংবা বিছামারি

বিলের বিলকাঁপানো শোল- কাছিম কাকা বিলের ধারে- চষে, বাণে

ভাসা ভূই-লাঙল বেয়ে উঠে আসে- রক্তে ভাসা বাংলাদেশ...


বাংলাদেশ মানে- রক্তে নিমজ্জিত রাজপথ... ভাষা মানে তুমি আর রঙিন

শার্ট- লেপ্টে থাকা আমার শরীর...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫