Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শ্রাবণ যে শরতে আসে

Icon

ভীষ্মদেব সূত্রধর

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৯:০৪

শ্রাবণ যে শরতে আসে

প্রতীকী ছবি

আমাদের দেখা হয় না অথচ কাকতালীয়ভাবে আমরা একই বাসে,
একই ট্রেনে, একই জেলায়, একই দেশে, একই গ্রহে দিব্যি চষে বেড়াচ্ছি
কথা হয়না; দেয়ালকে ছুড়ে দেওয়া মন্তব্য খানিক অসংলগ্ন মনে হয়

বিন্নার ছোপে উদ্ভ্রান্ত জোনাকি রাতের বিবমিষা অন্ধকারে
চিবোনে দূর্বা ঘাসে কিংবা যে কোনো ট্র্যাকিওফাইট গোষ্ঠীর গায়ে
চুম্বকীয় স্মরণ থাকতে পারে
কথাগুলো মুঠোফোনে, সামাজিক যোগাযোগে- কোথাও তো নেই
কোনো রেকর্ড স্মৃতি বলতে মগজ যতদিন সায় দেয়,
যতদিন আবার দেখা না হয় ততদিন একভাবে রিলে ঘুরবে দুঃখ
আমাদের দেখা হয়না অথবা আমরা চাইনা ধরতে পুরনো সুতো
আমি চাই সত্য হোক; যা কিছু আঙুলের দাগ ভরা যাচিত ভবিষ্যৎ।
শরতে কখনো অঝোরে ঝরতে দেখেছ?
দেখেছ কাশের বদলে কদম থরে থরে পূর্ণ বিন্যাসে ফুটছে?
হঠাৎ, এখন সব আচমকা এসে যায়
নিশ্চিত না হলেও মিঠে জলে লবণ চাষ হয় প্রিয়
লবণাক্ততার পরিণতি তুমি দেখনি
একটি মরণোত্তর প্রেম দেখে যেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫