
প্রতীকী ছবি
আগুনের বাজারে যাই
বিন্ বিন্ ঘাম ছোটে নরম রোদের সকালে
অন্তর জ্বলা স্বরে ডাকে পসারিরা-
সহজলভ্য বলে বোঝায়, চেঁচায়,
চাল ডাল নুন পটল ঝিঙা...
দেখেও বোঝে না? কপালে চিন্তার ভাঁজ মুখে বলিরেখা!
যাপনের কাল চায় না যেতে আর
সংসারে নেমেছে শকুনের অভিসার!
দিনে দিনে ওঠে নাভিশ্বাস;
তবু দিন শেষে মধু যামে-
এই আমি নই, কোনো চন্দ্রমল্লিকার মতো
এখনো ফেলতে পারি তোমার নাভিতে সুগন্ধি নিঃশ্বাস!