Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

চব্বিশের ‘ঐতিহ্য’

Icon

আমীন আল রশীদ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

চব্বিশের ‘ঐতিহ্য’

বই উৎসব। ছবি: সংগৃহীত

গোধূলীবেলায় হেমন্তের হিমহিম হাওয়া সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলা একাডেমির গেট দিয়ে ভেতরে ঢুকতেই মন ভালো হয়ে যায়। 

প্রাঙ্গণজুড়ে কুটিরশিল্পের নানা সামগ্রীর দোকান। রঙিন জামাকাপড় থেকে শুরু করে শোপিস, শিশুদের খেলনা। পুকুরপারে পিঠাপুলির বিবিধ আয়োজন। মূলত জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এসেছেন তাদের পণ্য নিয়ে। অবশ্য বইপ্রেমীদের জন্য এখানে সুখবর। এই আয়োজনের একটি অংশেই চলছে ঐতিহ্যের বই উৎসব। 

চব্বিশেই যার চব্বিশ বছর পূর্তি। একটি গণ-অভ্যুত্থানের জন্য যে বছরটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।


দেশের সৃজনশীল ও মননশীল বইয়ের প্রকাশনা জগতে ঐতিহ্যের ঐতিহ্য সর্বজনবিদিত। তাদের দুই যুগ পূর্তি উপলক্ষে বাংলা একাডেমিতে চলমান এই বই উৎসবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন পাঠকরা। ২ নভেম্বর সকালে শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক ও গবেষক শারমিন আহমদ এবং তরুণ অনুবাদক মাহীন হক এ উৎসবেরে উদ্বোধন করেন। ১০ দিনব্যাপী ঐতিহ্যের এই একক বইমেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫