Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

লিঙ্গবৈষম্য ও প্রযুক্তি নিয়ে ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী

Icon

তাহমিনা ইসলাম

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪

লিঙ্গবৈষম্য ও প্রযুক্তি নিয়ে ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী

ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজধানীর মোহাম্মদপুরে ‘Disquietous’ শিরোনামে একটা মাল্টিমিডিয়া ও ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনীতে প্রযুক্তি, জেন্ডার, ফেমিনিজম এবং ডিজিটাল সোশ্যাল স্পেস নিয়ে বিভিন্ন তথ্যচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। ২২ নভেম্বর বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই প্রদর্শনী।


প্রদর্শনীর এন্ট্রি পয়েন্টে ছিল বিভিন্ন বিষয়ে অনেক বাইনারি চিত্র। যেমন : ইন্টারনেট কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত অথবা এর সঙ্গে মানুষের ডিজিটাল অভিজ্ঞতা, প্রযুক্তির সঙ্গে মিথস্ক্রিয়া কীভাবে মানুষের একাধিক আত্ম, অভিজ্ঞতা, সত্তার দৃষ্টিভঙ্গি বহন করে এমন কিছু শিল্পকর্ম। প্রযুক্তিগত বিভিন্ন বিষয় এবং লিঙ্গবৈষম্যের বিভিন্ন দিক শিল্পকর্মের মাধ্যমে ফুটে উঠেছে ‘Disquietous’ শীর্ষক এই প্রদর্শনীতে।


প্রদর্শনীর আয়োজক ‘মেয়ে নেটওয়ার্ক’ সংগঠনের প্রতিষ্ঠাতা তৃষা নাসরতন বলেন, ‘এই প্রদর্শনীর প্রযুক্তি ও লিঙ্গ বিষয়ে প্রতিটি শিল্পকর্ম একেকটি উপস্থাপনা বা পুনঃ উপস্থাপনা, প্রত্যেকটি অন্যের চেতনা, আমাদের কল্পনা এবং সামাজিক প্রক্রিয়াগুলোর সম্ভাবনা ও সীমাবদ্ধতা আমাদের চারপাশে চলমান। এখানে কোনো নির্দিষ্ট ইঙ্গিত বা শৈল্পিক দিকনির্দেশনা নেই, বরং এর পরিবর্তে একজন নিজে কীভাবে তাদের পরিবেশের মধ্য দিয়ে চলে, প্রতিক্রিয়া জানায় এবং পুনরায় কনফিগার করে- ফলস্বরূপ সেই পরিবেশনাগুলো দ্বারা পুনরায় কনফিগার করার অনুভূতি এবং আইনের সংমিশ্রণ।’


মোহাম্মদপুরের লালমাটিয়া কলাকেন্দ্রে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শক উপভোগ করতে পারবে লিঙ্গবৈষম্য এবং প্রযুক্তি নিয়ে দৃষ্টিনন্দন কিছু শিল্পকর্ম।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫