-674e866b997b8.jpg)
প্রতীকী ছবি
দেখি তোমার চুলের ঘ্রাণে
ডুবে যায় শরতের নীল চাঁদ;
একান্ত সন্ধ্যা নির্জনে ঝরে
রুপালি নক্ষত্র ভরা আগুনে।
ভেবে অনুভবে পরশ পাথর
মেঘের কাজল কালো দু’চোখ
দুঃখ-সুখের ব্যবধান ঘুচে;
ভেতরে অজানা মনের বাসনা
ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে
মুখ থুবড়ে পড়ে।