Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শরতের নীল চাঁদ

Icon

কুমকুম দত্ত

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৭

শরতের নীল চাঁদ

প্রতীকী ছবি

দেখি তোমার চুলের ঘ্রাণে
ডুবে যায় শরতের নীল চাঁদ;
একান্ত সন্ধ্যা নির্জনে ঝরে

রুপালি নক্ষত্র ভরা আগুনে।
ভেবে অনুভবে পরশ পাথর
মেঘের কাজল কালো দু’চোখ
দুঃখ-সুখের ব্যবধান ঘুচে;
ভেতরে অজানা মনের বাসনা
ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে
মুখ থুবড়ে পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫