
প্রতীকী ছবি
ডিমপাড়া মুরগির মতো হাঁক দিচ্ছে সে
রোদে শুকাচ্ছে পুরোনো আস্তিন
ঝুলে আছে সুতোখসা বোতাম
সাড়া নেই কোনো-
লোকটির মাথার ওপরে জিরাফের গলা
ফসিল- হারায়েছে পথ;
লোকটিও রোদে শুকিয়েছে এতক্ষণ
হারিয়ে যাচ্ছে মাছের বন্ধ আড়তের মতো
সেই গন্ধে মাছি ভনভন করে উড়ছে চালতেরাঙা উঠোনে