
প্রতীকী ছবি
আয়ুর অধিক
দীর্ঘ হয় প্রার্থনার কাল
ঝরে পড়ে চোখের ফুল
মাটির চাদরে
তুমি কেমন আছ?
প্রশ্নে প্রশ্নে ওড়ে প্রজাপতি
উড়তে উড়তে ডানা ভেঙে যায়
উড়তে উড়তে ধূসর হয় সমস্ত রঙিন
গাঢ় প্রেমে অন্ধকার হয় একমুঠো আকাশ
তুমি, ভালো আছ তো?
কেঁপে ওঠে রাতের বাতাস
ঘুম আসে না
জেগে থাকে কৃষ্ণপক্ষেরক্ষ
চাঁদের দীর্ঘশ্বাস...