
প্রতীকী ছবি
না কেউ চুরি করে নেবে না
এমন কোনো ধন নয় যা পকেটে লুকোনো যায়
অথবা বিক্রি করে মেলানো যায় থৈ থৈ টাকা
তাহলে যে কী কারণে সাদা পোশাকের
ছিঁড়ে ফারা মেঘ?
অন্ধকারে লাইটপোস্টের চাঁদবাতিগুলো
দূরে দূরে- শুধু একা একা
জঙ্গলের কানামাছিরত জোনাকিরা চাঁদ খেলায় নিয়ত হারায়,
ঘাসের সকালে জমা থোকা থোকা চাঁদ-
কোথাও তো কেউ নেই পাহারা দেবার!
কেবল আমারই দৃষ্টির মানে মেঘেরা জেনেছে।