Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

চাঁদের পাহারায় কতগুলো মেঘ

Icon

জলিল আহমেদ

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০২

চাঁদের পাহারায় কতগুলো মেঘ

প্রতীকী ছবি

না কেউ চুরি করে নেবে না
এমন কোনো ধন নয় যা পকেটে লুকোনো যায়
অথবা বিক্রি করে মেলানো যায় থৈ থৈ টাকা
তাহলে যে কী কারণে সাদা পোশাকের
ছিঁড়ে ফারা মেঘ?

অন্ধকারে লাইটপোস্টের চাঁদবাতিগুলো
দূরে দূরে- শুধু একা একা
জঙ্গলের কানামাছিরত জোনাকিরা চাঁদ খেলায় নিয়ত হারায়,
ঘাসের সকালে জমা থোকা থোকা চাঁদ-
কোথাও তো কেউ নেই পাহারা দেবার!

কেবল আমারই দৃষ্টির মানে মেঘেরা জেনেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫