Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

নীরবতা

Icon

শঙ্খ চক্রবর্তী

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:২৯

নীরবতা

প্রতীকী ছবি

তুমি তাকে নীরব করে দিলে,
ক্লান্ত রাতেও ব্যস্ত ছিল তারা। 
অন্ধকারে লম্ফ জ্বেলে ছিল। 

মিটিয়ে ছিল অন্ধত্বের জ্বালা। 
তবুও তুমি নীরব তাকে চাও, 
নীরবতায় হয়তো তোমার সুখ। 
অপরাধী নয়তো কোথাও কেউ, 
নিয়মিত সমুদ্র দেয় ঢেউ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫