প্রতীকী ছবি
তুমি তাকে নীরব করে দিলে,
ক্লান্ত রাতেও ব্যস্ত ছিল তারা।
অন্ধকারে লম্ফ জ্বেলে ছিল।
মিটিয়ে ছিল অন্ধত্বের জ্বালা।
তবুও তুমি নীরব তাকে চাও,
নীরবতায় হয়তো তোমার সুখ।
অপরাধী নয়তো কোথাও কেউ,
নিয়মিত সমুদ্র দেয় ঢেউ।
প্রতীকী ছবি
তুমি তাকে নীরব করে দিলে,
ক্লান্ত রাতেও ব্যস্ত ছিল তারা।
অন্ধকারে লম্ফ জ্বেলে ছিল।
মিটিয়ে ছিল অন্ধত্বের জ্বালা।
তবুও তুমি নীরব তাকে চাও,
নীরবতায় হয়তো তোমার সুখ।
অপরাধী নয়তো কোথাও কেউ,
নিয়মিত সমুদ্র দেয় ঢেউ।