
প্রতীকী ছবি
বৃত্ত ভেঙে ত্রিভুজ হই
জন্মের ঘ্রাণে কাঁপতে থাকি
আমি আর ফিঙে পাখিটা
মেরুদণ্ডের হাড় শিহরিত হয়
যেখান থেকে শূন্য নামে
যেখান থেকে কালো চাঁদ
ত্রিভুজ রেখা উঠিয়ে যায়
প্রতীকী ছবি
বৃত্ত ভেঙে ত্রিভুজ হই
জন্মের ঘ্রাণে কাঁপতে থাকি
আমি আর ফিঙে পাখিটা
মেরুদণ্ডের হাড় শিহরিত হয়
যেখান থেকে শূন্য নামে
যেখান থেকে কালো চাঁদ
ত্রিভুজ রেখা উঠিয়ে যায়