
প্রতীকী ছবি
পথ এখনও বাকি কোথায় হারালে
বুঝি প্রয়োজন ফুরিয়েছে
অন্ধের লাঠির মতো করেছিলে ব্যবহার
এখন ফেরার সময়, দায়িত্ব নিতে অপারগ হয়ে
মাঝপথে রেখে পালালে
নিকষ আঁধারে যাকে রেখে গেলে
সেও ঝলমলে রোদ হতে পারতো
ভোর হলে যদি দেখো মুখ থুবড়ে পড়ে আছে
অচেনা পথের বাঁকে
ঝোপঝাড় অথবা আঁস্তাকুড়ে
চেনা কেউ অচেনা রূপে
জানি তুমিই প্রথম প্রতিবাদের ঝড় তুলবে।