Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

প্রতিবাদ

Icon

শারমিন সুলতানা রীনা

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৮

প্রতিবাদ

প্রতীকী ছবি

পথ এখনও বাকি কোথায় হারালে
বুঝি প্রয়োজন ফুরিয়েছে 

অন্ধের লাঠির মতো করেছিলে ব্যবহার
এখন ফেরার সময়, দায়িত্ব নিতে অপারগ হয়ে
মাঝপথে রেখে পালালে

নিকষ আঁধারে যাকে রেখে গেলে
সেও ঝলমলে রোদ হতে পারতো

ভোর হলে যদি দেখো মুখ থুবড়ে পড়ে আছে 
অচেনা পথের বাঁকে
ঝোপঝাড় অথবা আঁস্তাকুড়ে 
চেনা কেউ অচেনা রূপে
জানি তুমিই প্রথম প্রতিবাদের ঝড় তুলবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫