Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

কাশফুল শরীর

Icon

কাজী আমির

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯

 কাশফুল শরীর

ছবি: সংগৃহীত

সূর্যের প্রখরতা তীব্র হলে পদ্মার ঘোলাজলও স্বচ্ছ হয়ে

ওঠে মেঘের কপাল থেকে মুছে যায় বিজলি রেখা- 

সারসের ডানায় উড়ে যায় মেঘ- কোমল কাশফুল শরীর

মাঝির হাল ধরেছি একদিন, মাচায় বসেছিলে মুখোমুখি
ইশারায় আকাশের দিকে চোখ, দু-টুকরো মেঘ খুব কাছাকাছি
আলো নেমে আসছে মেঘের সিঁড়ি বেয়ে কাশফুল শরীরজুড়ে

ইচ্ছে করলেই ছুঁতে পারি-ছুঁয়ে যাক মন, শরতের মেঘ
শরীর এগিয়ে যাচ্ছে নীল কেটে কেটে, আকাক্সক্ষার পথে 
গুণ টানে নতুন দিনের সুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫