Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

কোথাও কোনো ঘর নেই

Icon

ইফাদ ইমতিয়াজ অয়ন্ত

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫২

কোথাও কোনো ঘর নেই

প্রতীকী ছবি

কোথাও কোনো ঘর নেই,
আলো-আঁধারি প্রমোদের সাধ
আর বদলজীবী হাওয়া কথা কয় যেন...

পরক্ষণেই বাউলা পথের ধুলো লাগে
পৃথিবীর পথে পথে চারণ সংসারীর হৃদে
আরেকবার সংসারী হওয়ার বাসনায়,
আদতের বুনিয়াদে বাউলা সংসারী
যে মেটে যাপনে উদ্বেলিত হয়,
তার মাঝে গুটি কতক শিশুদল ডাঙ্গুলি হাতে
বহে আবহমান রীতিতে,
বেদন-সুখের আদিম কায়া
স্পর্শে হাসে স্পর্শে কাঁদে,
কত মায়া-কত মায়া...
বরাবরই কোনো এক ঘাই বিড়ালের জখমি আওয়াজে
ঘুম ভাঙে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫