Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

একটি ভোরের অপেক্ষায়

Icon

আলমগীর কবির

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১১

একটি ভোরের অপেক্ষায়

প্রতীকী ছবি

রাইফেল কাঁধে নিয়ে ছুটে চলছি।
সামনে বিস্তৃত ফসলের মাঠ। তারপরে নদী। নদীর ওপার শত্রুর ছাউনি। 
রাইফেল কাঁধে নিয়ে ছুটে চলছি আমরা ক’জন আঁধারের বুক চিড়ে। কখনো হামাগুড়ি দিয়ে 
কখনো বিড়াল পায়ে দৌড়াই দ্রুত। 

বুনোলতার কাঁটার আঘাতে রক্তাক্ত হয় গা।
সেদিকে দৃষ্টি নেই। 
সতর্ক দৃষ্টি আমাদের আরো সামনে।
সামনে ফসলের মাঠ। তারপরে নদী। নদীর ওপার শত্রুর ছাউনি। 
আমরা একটি ভোরের অপেক্ষায়
দাঁত কামড়ে ঘাসের উপর শুয়ে আছি।
যখন শুনতে পাব দূরে কোথাও আজানের ধ্বনি। 
সাথে সাথে দাঁড়াব গিয়ে শত্রুর মুখোমুখি। 
আমরা একটি সোনালি ভোরের অপেক্ষায় আছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫