Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শীতের গল্প

Icon

কবির বিটু

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯

শীতের গল্প

প্রতীকী ছবি

দূর হতে হাতছানি দেয় আকাশ;
কিছুটা পাহাড়, তার উপরে বাসি মেঘ
আরো উপরে তোমার পুরোনো ছবি।

ওখানে নাটকীয়তা ছিল
স্বলজ্জ কিশোরী মুখ, ঈষৎ ভেজা ঠোঁট

নাটকের শেষটা শহরের কোলাহলে স্বকীয়তা হারিয়েছে,

শীতের প্রকরণে জমে গিয়েছিলাম প্রায়
পাহাড়ের দেশে এভাবে শীতেরাও জমে ওঠে ঝমঝমিয়ে
আমার বুকের শীতে সেদিন কেঁপে উঠেছিল দূরের পাহাড়, আর
তুমি কেঁপে উঠেছিলে ঋতুর আহ্বানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫