Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

প্রিয় বান্ধবী

Icon

হোসেন শহীদ মজনু

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৮

প্রিয় বান্ধবী

প্রতীকী ছবি

হৃদয়ে আঁকা তোমার ছবি 
সুন্দরতম সত্য- তুমি আছ 
হৃদয়জুড়ে; এই বড় সুখ

মনের মতন যা কিছু তোমার 
সে সবই রেখো হৃদয় কোণে, 
যেও ভুলে পুরোনো আমায়।

ফেলে আসা গ্রাম; ফেলে আসা মন 
ভেঙে যাওয়া বাড়ি; মাথাভাঙার কিনার,
ভুলে তো গেছ; আরো ভুলে যেও- 

তবুও সত্যটা রেখ জেনে
বেসেছিনু ভালো, এখনো বাসি, 
তুমি না বাসিলেও, বাসব ভালো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫