Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

নীরবতা

Icon

ফরিদা ফারহানা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭

নীরবতা

প্রতীকী ছবি

কৌতূহলী মন কত কি ভেবে যায় প্রতিদিন
তোমার নীরবতা আমাকে ভীষণ নাড়া দিয়ে যায়
দেহে মনে আর বাস্তবিক চিন্তায়...

আমার এই ভালো লাগার আলাদা কারণ খুঁজতে যেওনা প্লিজ
তুমি বরাবর আমার কাছে
দূর নীল আকাশের তারার মতোন...
শুরু মাত্রই রাত্রী বেলায়
দেখতে পাই আমি
আর বাকিটা সময় অবুঝ শিশু হয়ে বসে থাকি,
জীবনের এই খানিকটা ভালো লাগার একটা স্বস্তির কারণ তুমি আমার কাছে
আমি তোমাকে মন ভরে
ভালোবাসি আর গোপনে ধারণ করি আমার চিন্তায়!!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫