Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অলীক কাচের টুকরো

Icon

অমল সাহা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭

অলীক কাচের টুকরো

প্রতীকী ছবি

এখন সমুদ্রের জলে তুমি যখন পেলিকন শুভ্রতায় ভাসো
কুয়াশার মিষ্টি নরম মিহি ভোরে ঘাসের’ পরে
তোমার পা যখন দুষ্টুমিতে ওঠে ভরে
সূর্যাস্তের রোদ তোমাকে জড়ায় নরম আদরে
তখন আমি কোথায়?

এখানে পৃথিবীর রূপ বদলে গিয়েছে
উদীয়মান সূর্য থেকে অস্তগামী সূর্যের আলোর রেখা ধরে,
আশীষ বহির্ভূত দহনগন্ধা বাতাস বইছে
পরিপার্শ্বের বনভূমি জুড়ে;
পড়োবাড়ির দেওয়ালে শ্যাওলাধরা স্যাঁতসেঁতে চিত্রমালা এঁকে রেখে
হতভাগা ভ্যানগঁগ চলে গেছে তাহিতির সমুদ্রের জলে...
যক্ষের পাহারা দেওয়া অমূল্য রত্নরাজির কথা ভুলে 
নিজের ঘরে সযতনে রেখে দিয়েছি হীরের বদলে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫