Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আকাশ দেখা বেঞ্চটাতে বসে আছি

Icon

শিমু সিনহা

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:১৩

আকাশ দেখা বেঞ্চটাতে বসে আছি

প্রতীকী ছবি

ডাকপিয়নের চিঠিটা আজ বড্ড রুক্ষক্ষ
কলমের কালিতে নেই সেই আপন আপন হওয়া গন্ধ। 
লেখার ছন্দগুলো ভাসছে ভৈরবীর শীতল জলে।

যেন অপেক্ষমান সূর্যের উষ্ণতার।
কুয়াশার আলিঙ্গন গাছেরা যেন বসন্তের আগমনীর প্রতীক্ষায়।
শতবর্ষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ নুইয়ে পড়ছে মাটির টানে। 
মাটির একটা মিষ্টি গন্ধ আছে জানো? 
অপেক্ষায় বুনো ঘাসেরা মেলেছে পাখা প্রজাপতির ডানায়।
বর্ষপুরানো মন্দিরে ধ্বনিত হচ্ছে ঘণ্টা, বাজছে শাখ।
আমি নুয়ে পড়া গাছটার আড়ালে উঁকি দিয়ে 
আকাশ দেখা বেঞ্চটাতে বসে আছি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫