প্রতীকী ছবি
নিভৃতে জানাও, গুচ্ছ গুচ্ছ মরণের কথা কিছু
ছুটে আসে সিসা ও বারুদ বুকে-পিঠে অকারণ
চাঁদ কেন হাঁসে, তুমি নিয়ো তার আধেক মুগ্ধতা
এ-বেলা আমার বিষাদ কে তবে করবে বহন?
পত্রশূন্য পুষ্পের ক্রন্দন ঝরে পড়ে টুপটাপ
ভয়ে অভিষিক্ত, রাখি- বীতশ্রদ্ধ কোথায় এ-স্কন্ধ?
চিলেকোঠা চিড়ে ঘাসের ঘনাঙ্কে সুজলা শ্রাবণ
মিশেছে বৃষ্টিতে রক্তধারা চুপিচুপি মৃত গন্ধ।
চিতার ওপরে চিতা, হবে কি কবর, জানো চিত্ত
জাগতিক আলো ছলাৎ ছলাৎ শব্দে আসে যায়
সোনার সিন্দুকে বন্দি করা বীজ পুষ্প অভিধায়
ভুল করে হুল ফোটাবে ঠিকই সব বরষায়।